নামাযে সালাম ফেরানোর পর যে দোয়া পড়তে হয়

 

প্রতি ওয়াক্ত ফরজ সালাত শেষ করে নবী করীম সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম দোয়া পড়তেন। আল্লাহর নৈকট্য লাভের জন্য যেকোনো মুসলিম সুন্নত এ আমলটি করতে পারেন। তাহলে জেনে নেয়া যাক রাসুল কোন দোয়াগুলো পড়তেন নামাজ শেষেঃ

আল্লাহু আকবার -১ বার

আসতাগফিরুল্লাহ - ৩বার।

অর্থ : আল্লাহ মহান। হে আল্লাহ! আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি,

আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারকতা ইয়া জালজালালি ওয়াল ইকরাম। -১ বার।

অর্থ : হে আল্লাহ! তুমিই শান্তিময় এবং তোমার থেকে শান্তি আসে। তুমি কল্যাণময় এবং সম্মান ও প্রতিপত্তির অধিকারী।

*মুসলিম ইবন ইবরাহীম (রহঃ) ..... আয়েশা (রাঃ) হতে বর্ণিত তিনি বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম সালামের পর নামায শেষে এই দু’আ পাঠ করতেন*(আবু দাউদ, হাদিস : ১৫১২)

Post a Comment

0 Comments