রোজা অবস্থায় চুল, গোফ, নাভির নিচের লোম ও নখ কাটা যাবে কি?

 


রোজা বা সিয়াম ভঙ্গের বিষয়টি শরীরে কিছু প্রবেশ করলো কিনা ? পাকস্থলীতে কিছু গেল কিনা?  খাদ্যের কাজ হলো কিনা- তার উপর নির্ভর করে। 

রোজা অবস্থায় চুল, গোফ ছোট করা, অথবা নাভির নিচের লোম কাটলে ও নখ কাটা কাটা হলে - এগুলো কোন ভাবেই শরীরে কিছু প্রবেশ করায় না। যার করণে এ কাজ গুলো রোজা বা সিয়াম ভঙ্গের কারণ হতে পারে না। ফলে রোজা অবস্থায় চুল, গোফ ছোট করা, নাভির নিচের লোমনখ কাটালে রোজার ক্ষতি হবে না বা রোজা ভঙ্গ হবে না।

তাই রোজা অবস্থায় এ কাজগুলো করা যাবে।


Post a Comment

0 Comments