Dua for Protection from Thunderstorm I বজ্রপাতের সময় যে দোয়া পড়তে হয়

 

⚡ বাংলাদেশে ইদানিং বজ্রপাতের ঘটনা বেড়ে গেছে। বজ্রপাত হচ্ছে আসমানি দুর্যোগ। মানুষকে অন্যায় থেকে বিরত রাখার সতর্কবার্তা। এ বজ্রপাত আল্লাহ তাআলা শক্তিমত্তার এক মহা নিদর্শন। তিনি ইচ্ছা করলেই যে কাউকেই এ বজ্রপাতের মাধ্যমে শাস্তি দিতে পারেন। আবার মানুষও এ বজ্রপাত থেকে সর্বোত্তম শিক্ষা নিতে পারে। এ সময় আল্লাহের নামে জিকির ও দোয়া পড়া উচিত। 

► আবদুল্লাহ ইবনে ওমর (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) যখন বজ্রের আওয়াজ শুনতেন তখন এ দোয়া পড়তেনঃ 

اَللَّهُمَّ لَا تَقْتُلْنَا بِغَضَبِكَ وَ لَا تُهْلِكْنَا بِعَذَابِكَ وَ عَافِنَا قَبْلَ ذَلِكَ

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~⚡উচ্চারণ⚡~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

‘আল্লাহুম্মা লা-তাক্বতুলনা বিগাজাবিকা ওয়া লা-তুহলিকনা বিআজা-বিকা ওয়া আ-ফিনা-ক্ববলা জা-লিকা

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~অর্থ ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

হে আমাদের প্রভু! আমাদেরকে তোমার ক্রোধের কারণে মেরে ফেলো না আর তোমার আযাব দিয়ে আমাদের ধ্বংস করো না। বরং এর আগেই আমাদেরকে ক্ষমা ও নিরাপত্তার চাদরে আবৃত করে নাও। (তিরমিজি) ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~⚡~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

► ইবনে আবি জাকারিয়া থেকে বর্ণিত অন্য রেওয়ায়েতে আছে, তিনি বলেন, বর্ণিত আছে, যে ব্যক্তি বজ্রের আওয়াজ শুনে এ দোয়া পড়বে, ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি’, সে বজ্রে আঘাতপ্রাপ্ত হবে না। (মুসান্নাফে ইবনে আবি শায়বা : ২৯২১৩) 

► বজ্রপাত  সম্পর্কে কোরাআনে  ভয় ও আশার কি কথা বলা হয়েছে তা দেখে আসতে পারেনঃ

Post a Comment

1 Comments

Rashed Miah said…
অনেক ভালো লাগলো ।
ইসলামিক পোষ্ট পেতে ভিজিত করতে পারেন > Mainia Jubo Forum
সাইটের লিংকঃ https://mainiajuboforum.blogspot.com/