Eid Takbir

ঈদের তাকবীর




উচ্চারণ (অর্থঃ)
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 
লা ইলাহা ইল্লাল্লাহু, 
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 
ওয়া লিল্লাহিল হামদ
( আল্লাহ মহান, আল্লাহ মহান,
আল্লাহ্‌ ছাড়া কোন উপাস্য নেই,
আল্লাহ্‌ মহান, আল্লাহ্‌ মহান,
সমস্ত প্রশংসা আল্লাহ্‌র জন্য )
অথবা
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার
( আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান)
লা ইলাহা ইল্লাল্লাহু
(আল্লাহ্‌ ছাড়া কোন উপাস্য নেই)
আল্লাহু আকবার, আল্লাহু আকবার
( আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান )
ওয়া লিল্লাহিল হামদ
( সমস্ত প্রশংসা আল্লাহ্‌র জন্য )
আল্লাহু আকবরু কাবিরা
( আল্লাহ  সর্ব মহান সর্বশ্রেষ্ঠ )
ওয়াল-হামদুলিল্লাহি কসিরা
( সমস্ত প্রশংসা অধিকহারে তাঁরই জন্য )
ওয়া সুবহান আল্লাহি বুকরাত্যও ওয়া আসিলা
( আর সকাল -সন্ধ্যা (আমি)আল্লাহর পবিত্রতা পবিত্রতা বর্নণা করছি )
ওয়া সাল্লিল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ
 (হে আল্লাহ,আমাদের নবী মুহাম্মাদ (সাঃ)
ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি
তাঁর পরিবারবর্গ এবং  সাহাবীদের এর প্রতি দয়া করুন
ওয়া সাল্লিমা তাসলিমান কাছিরা
(এবং তাদের উপর অনেক শান্তি দান করুন)
তাকবীর দেওয়ার সময়ঃ
ঈদের চাঁদ দেখা যাওয়ার পর হতে শুরু এবং শেষ হবে ঈদের নামায আদায় করার মাধ্যমে।
ঈদের তাকবীর শুনুনঃ


Post a Comment

0 Comments