শিশুর কপালে কালো ফোটা/তিলক/কাজলের তিলক দেওয়া মানে শিরক-এর গুনাহ করা। তাই শিশুকে কুদৃষ্টি বা বদ নজর থাকে বাঁচাতে কপালে কাল ফোটা/তিলক/কাজলের তিলক না দিয়ে দোয়া পড়ুন।
ইবনু ‘আববাস (রাঃ) হতে বর্ণিত। তিনি
বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম হাসান এবং হুসাইন (রাঃ)-এর জন্য নিম্নোক্ত দু‘আ পড়ে পানাহ চাইতেন আর বলতেন, তোমাদের পিতা ইবরাহীম (আঃ)
ইসমাঈল ও ইসহাক (আঃ)-এর জন্য দু‘আ পড়ে
পানাহ চাইতেন।
Narrated Ibn’Abbas: The Prophet (sallallahu ‘alaihi wa sallam) used to seek
Refuge with Allah for Al-Hasan and Al-Husain and say: "Your forefather
(i.e. Abraham) used to seek Refuge with Allah for Ishmael and Isaac by reciting
the followin:
أَعُوْذُ
بِكَلِمَاتِ اللهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ وَمِنْ كُلِّ
عَيْنٍ لَامَّةٍ
“A’uzu
bi kalimatillahi al-tammati min kulli shaytaanin wa hammatin wa min kulli aynin
lammah”
'O Allah! I seek Refuge with Your Perfect Words from every devil
and from poisonous pests and from every evil, harmful, envious eye.' "
আউযু
বি কালিমাতিল্লাহি আল-তাম্মাতী মিন কুল্লি শায়তানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন
কুল্লি আইনিন লাম্মাহ
অর্থঃ “আল্লাহর
পরিপূর্ণ কালামের সাহায্যে প্রত্যেক শয়তানের আক্রমণ থেকে আশ্রয় চাই। আরও আশ্রয়
চাই বিষাক্ত প্রাণীর আক্রমণ ও প্রত্যেক ক্ষতিকর চোখ থেকে।”
[সহীহ বুখারি -৩৩৭১]
0 Comments