Dua for protect aganist Corona Virus & other Deadly Diseases


কঠিন বিপদের সময় আল্লাহ'র নিকট বিপদ মুক্তির জন্য প্রার্থনা করা প্রকৃত মুমিনের কাজ। এ সময়ের প্রাণঘাতী করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা পেতে, প্রয়োজনীয় সতর্কতার পাশাপাশি এই দোয়াটি বেশি বেশি পাঠ করুন:


বাংলা উচ্চারণ:
আল্লাহুম্মা ইন্নি 'য়ুজুবিকা মিনাল বারাছ, ওয়াল জুনুন, ওয়াল জুযাম, ওয়া সায়্যিইল আসক্বাম।

বাংলা অর্থ:
হে আল্লাহ, আমি তোমার নিকট ধবল, কুষ্ঠ এবং উন্মাদনা সহ সব ধরনের কঠিন দূরারোগ্য ব্যাধি থেকে পানাহ চাই।
[সুনান আবু দাউদ]

English Translation of Corona Protection Dua:
      Allahumma inni a’uzubika minal baros, wal junuun wal  
                       juzzam, wa min sayyi’il-asqam.

O Allah, I seek refuge in You from leprosy, madness, elephantiasis, and evil diseases
(Sunan Abi Daud)




শায়খ ড. আব্দুর রহমান সুদাইসি। মসজিদে হারাম ও মসজিদে নববির প্রধান ইমাম তিনি। প্রাণঘাতী মহামারি করোনাভাইরাসের বিপদের সমায়ে তিনি বেশি বেশি দোয়া পড়তে গুরুত্বারোপ করেন। আর তা হলো-

লা হাউলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আজিম।

অর্থ : ‘আল্লাহ ছাড়া কোনো শক্তি নেই, কোনো ভরসা নেই, যিনি মহান সর্বশক্তিমান।

পরিশেষে সবার জন্য সাহস জোগাতে আশ্বস্থ করে লেখেন-
বিপদ যত বড় হোক, তা চিরদিনের নয়। বরং বিপদ যত বড় হোক না কেন, আল্লহর রহমত তার চেয়ে অনেক বড়। আল্লাহর ইচ্ছায়, আমাদের মুক্তি অতি কাছেই। সুতরাং হতাশ হবেন না। অধৈর্য হবেন না। অস্থিরতা প্রকাশ করবেন না। আল্লাহকে স্মরণ করতে থাকুন। আল্লাহর ওপর ভরসা রাখুন। আল্লাহর সিদ্ধান্তের ওপর নিজের সবকিছু সমর্পণ করুন।

 Please Read:
Coronavirus advice for public by WHO

How to use Mask:

Post a Comment

1 Comments

browsbuy said…
Totally useful content share by you. I totally appreciate your work. Keep up the good work. Thanks
buy islamic books