Best Islami Gazol হাজারো ব্যাথা বেদনার পরে


In the hadith of Anas, the Prophet Muhammad (SAW) said: 
Whoever Loves Me will be with Me in the Garden
হাজারো ব্যাথা বেদনার পরে

ফিরে আসনি তুমি আপন ঘরে

দ্বীনের আলো ছড়িয়ে দিতে

চলে গেলে মদীনায় মক্কা ছেড়ে

হে রাসূল তোমাকে ভুলি

আমি কেমন করে।।

খেয়ে না খেয়ে দ্বীন প্রচারের কাজে

নিজেকে দিয়েছ বিলিয়ে।।

তায়েফের কাফেরেরা চিনলনা আলো

দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে

পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে

সারা শরীর থেকে রক্ত ঝরে

হে রাসূল তোমাকে ভুলি

আমি কেমন করে।।

হেরার গুহায় তোমারই ধ্যান

আসমান থেকে নামে আলকুরআন।।

ভাঙলো সবার ভুল তোমারই উপরে

আসলো কুরআনের ছায়াতলে

খালিদ ওমর আলী আবুবকর

ইসলামী ঝান্ডা নিলো যে তুলে।।

আলআমিন তুমি ছিলে যে সদা

সকল মানুষের তরে

হে রাসূল তোমাকে ভুলি

আমি কেমন করে।।


Post a Comment

0 Comments